পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরস্কার হাতে বিজয়ীরা। ছবি: বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২২ এর চূড়ান্ত খেলা রোববার (১০ সেপ্টেম্বর) শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় পুরুষ দলের সংখ্যা ছিল ২৪টি এবং নারী দলের সংখ্যা ছিল ৫টি।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মো শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

চূড়ান্ত খেলায় পুরুষ এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মো. ফাহিম। রানার্স আপ হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহীন মিয়া।

নারী এককে আর্মড পুলিশ ব্যাটালিয়নের জেসমিন আক্তার চ্যাম্পিয়ন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের আমেনা খাতুন নিশা রানার্স আপ হয়েছেন।

পুরুষ দ্বৈতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের মজিবুল হক ও আলিমুজ্জামান চ্যাম্পিয়ন এবং ডিএমপির তরিকুল ইসলাম ও আমজাদ হোসেন রানার্স আপ হয়েছেন।

নারী দ্বৈতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সুমি ও তমা মূরমূ চ্যাম্পিয়ন এবং খুলনা রেঞ্জের চন্দনা কর্মকার ও রিংকু সরকার রানার্স আপ হয়েছেন।