পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ।
গত বুধবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. ফরহাদ হোসেন শুভর (২০) বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায়।
ঢাকা রেলওয়ে পুলিশ জানায়, বুধবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি করছিলেন আসামি। এ সময় তাঁর র্যাংক ব্যাজ ও বিপি নম্বর জিজ্ঞেস করা হলে কোনো উত্তর দিতে পারেননি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেন আসামি।
পুলিশ আরও জানায়, পুলিশের ভুয়া পরিচিতি নম্বর ব্যবহার করে পলওয়েল মার্কেট থেকে পুলিশের পোশাক সংগ্রহ করেছিলেন আসামি। তাঁর বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।