বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের (২০২২) লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মোহাম্মদ আমজাদ হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৫২১ জন। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ২৯ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ধাপে ধাপে এসব প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ারপয়েন্ট, ওয়েব ব্রাউজিং ও ট্রাবলশুটিং বিষয়ে প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।
প্রয়োজনীয় নির্দেশনা : পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার প্রবেশপত্র দেখাতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে নির্ধারিত আসনে বসতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ব্যাগ, ছাতা, ক্যামেরা, ক্যালকুলেটর বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। অসদুপায় অবলম্বন করলে প্রার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার ও প্রয়োজনীয় আইনি ব্যস্থা নিতে পারবে কর্তৃপক্ষ। পরীক্ষার্থীকে কোনো ধরনের ভাতা দেওয়া হবে না।