পুলিশের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ মন্তব্য করায় চট্টগ্রামের ফটিকছড়ি থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফটিকছড়ি থানার ফেনুয়া নামক স্থান থেকে শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রমজান আলী (২২)। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নে।
ফটিকছড়ি থানা-পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রমজান আলী ‘এমডি রমজান’ নামের ফেসবুক আইডি থেকে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন। এই পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।