মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ৩৫ জন ব্যবসায়ী, ক্রেতা ও পথচারী করোনার সনদ দেখাতে না পারায় তাঁদের পুলিশের গাড়িতে করে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে টিকার ব্যবস্থা করা হয়। খবর আজকের পত্রিকার।
বিভিন্ন স্টেশন ও হাটবাজারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না দেখতে এবং টিকা নিশ্চিতকরণে মাঠে নামে পুলিশ। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পথচারীদের মাঝে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, সরকারিভাবে বিনা মূল্যে করোনার টিকা দেওয়া হলেও অনেকে টিকা নিচ্ছেন না। তাই শতভাগ টিকা গ্রহণ নিশ্চিতে সচেতনতামূলক কাজ করছে পুলিশ।
ওসি বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে হলে ক্রেতা ও বিক্রেতার টিকার সনদ অবশ্যই থাকতে হবে। উপজেলার প্রতিটি হাটবাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান অব্যাহত থাকবে।