মৌলভীবাজারের বড়লেখা থানা-পুলিশ অভিযান চালিয়ে কুদ্দুস মিয়া নামের তালিকাভুক্ত এক ডাকাতকে গ্রেপ্তার করেছে।
কুদ্দুস মিয়া বড়লেখা উপজেলার তেলিমেলী (গোপালপুর) গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
বড়লেখা থানা-পুলিশ জানায়, ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে বড়লেখা থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে কুদ্দুস ডাকাতকে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, গ্রেপ্তার কুদ্দুস ডাকাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।