চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে চিকিৎসা সহায়তা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) নগরীর দামপাড়ায় পুলিশ লাইনস পুনাক ভবনে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সিএমপির সভানেত্রী রীতা দাস।
সিএমপির উপকমিশনার (সদর) আব্দুল ওয়ারিশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং পুনাক সিএমপির নেত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।