পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নাম ব্যবহার করে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ঢাকার নবাবগঞ্জসহ অন্য থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন রোকন উদ্দিন (৫২) ও মো. হৃদয় (২২)।
জিজ্ঞাসাবাদে দুজন জানান, পুনাকের নাম ও ছোট পোস্টার ব্যবহার করে মিথ্যা পরিচয় দিয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পুনাক তাত শিল্প পণ্য মেলায় স্টল বরাদ্দের নামে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করেন তাঁরা।
এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।