বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ত্রাণসামগ্রী পেয়েছেন লাখাই উপজেলার বানভাসি মানুষ।
শনিবার (৯ জুলাই) সকালে পুনাক হবিগঞ্জ শাখার উদ্যোগে লাখাই উপজেলার বিভিন্ন এলাকার অসহায় বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
হবিগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী তাহেরা রহমানের নেতৃত্বে বন্যার্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
বন্যা মোকাবেলায় জেলা পুলিশের পাশাপাশি জেলা পুনাক শাখা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নেত্রীবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, লাখাই থানার ওসি মো. সাইদুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) চম্পক দাম প্রমুখ।