বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিন পিং।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে চীনের প্রেসিডেন্ট এই অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের।
চিন পিং বলেছেন, তাঁর দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে ‘আমি আপনাকে আমার উষ্ণ অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি।’
তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত ৪৯ বছরে আমাদের উভয় দেশই সব সময় একে অপরকে সম্মান করে এবং একে অপরের সঙ্গে সমান আচরণ করে। এতে উভয় পক্ষ সমানভাবে লাভবান হয়েছে।
চীনা প্রেসিডেন্ট শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করেন।