পিরোজপুর জেলা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সাবেক পৌর কাউন্সিলর মো. জালাল ফকিরের বাড়ি থেকে একটি অবৈধ এয়ারগান জব্দ করা হয়েছে।
গত শনিবার (৫ অক্টোবর) রাতে পিরোজপুর সদর থানাধীন ডুমুরিতলা গ্রাম থেকে এয়ারগানটি জব্দ করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাবেক পৌর কাউন্সিলর মো. জালাল ফকির পালিয়ে গেছেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন জানান, সাবেক পৌর কাউন্সিলর মো. জালাল ফকির এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের অনুসারী তিনি। তাঁর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা করা হয়েছে।