পুলিশি হেফাজতে জব্দ করা ফেনসিডিল। ছবি : বাংলাদেশ পুলিশ

পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানার অভিযানে ১০৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পিরোজপুর শহরের মাছিমপুর এলাকার বলাকা ক্লাব রোডের একটি বাড়ি থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়।

পলাতক আসামি মো. রমজান শিকদার ওরফে ফেনসি রমজানের বাড়ি পিরোজপুর সদর থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আসামি রমজান। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ১০৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় আসামি রমজানের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা করা হয়েছে।