ইজিবাইক চুরির অভিযোগে একজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ইজিবাইক।
গত শুক্রবার (২৮ জুন) কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন সোয়াগাজী বাজারের ভূইয়া পেট্রলপাম্পের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. নুর নবি মোল্লার (৪৭) বাড়ি যশোরের কোতোয়ালি থানা এলাকায়।
পিবিআই যশোরের ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন পিপিএম জানান, যশোরের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা গনেশ চক্রবর্তীর (৬৫) ইজিবাইক ভাড়ায় চালাতেন আসামি নুর। গত ১৬ মে ইজিবাইকটি নিয়ে লাপাত্তা হয়ে যান তিনি। এ ঘটনায় গত ২৭ জুন কোতোয়ালি থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
তিনি জানান, তদন্তের একপর্যায়ে শুক্রবার কুমিল্লা থেকে নুরকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া পৌর শহরের চৌড়হাস পুরাতন কোল্ডস্টোরেজ এলাকার একটি গ্যারেজ থেকে ইজিবাইকটি এবং মজমপুর থেকে ইজিবাইকের ব্যাটারি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার রেশমা শারমিন পিপিএম জানান, আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।