পুলিশ ট্রেনিং কলেজ (পিটিসি) টাঙ্গাইলে রোববার প্রি এএমএস প্রিপারেটরি কোর্স উদ্বোধন করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় সকাল ১০টার দিকে পিটিসি টাঙ্গাইলের এফপিইউ হল রুমে প্রি এএমএস প্রিপারেটরি কোর্স-২০২৩ ফর ফিমেল অফিসার্স উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম এনডিসি।
পিটিসি টাঙ্গাইলের পরিদর্শক মো. আল আমিন এটি সঞ্চালনা করেন।
ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আসফিকুজ্জামান আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারিয়া আফরোজ, সহকারী পুলিশ সুপার (ট্রেনিং) আনোয়ারুল আজমসহ পিটিসি টাঙ্গাইলের সংশ্লিষ্ট প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।