টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ছয় দিনব্যাপী এপিসি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কোর্সের (তৃতীয় ব্যাচ) উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ মে) সকালে পিটিসি টাঙ্গাইলের এফপিইউ হল রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম এনডিসি।
সিআইডি নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (কোর্সের প্রশিক্ষক) মো. আসফিকুজ্জামান আক্তার, পিটিসি টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল আউয়াল সরদার, সহকারী পুলিশ সুপার (ট্রেনিং) মো. আনোয়ারুল আজম এবং প্রশিক্ষণার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।