কক্সবাজারের চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮-১০ জন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং কলাতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর আজকের পত্রিকার।
নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের করমমুহুরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান (৩৪), হারবাং পূর্ব বৃন্দারবনখিল সামাজিকপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে আবু বক্কর (৩০), উত্তর হারবাং বক্তাতলী এলাকার মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন (৪৪) এবং সামাজিকপাড়া গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৩৫)।
চিরিংগা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হারবাং থেকে পিকনিক বাসটি লোহাগাড়া যাচ্ছিল। উত্তর হারবাং কলাতলী এলাকায় পৌঁছালে পিকনিকের বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে চারজন যাত্রী নিহত হয়েছেন।