রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
ডিএমপি জানায়, রোববার (২৯ জানুয়ারি) রাতে পশ্চিম যাত্রাবাড়ীর দয়াগঞ্জ নতুন সড়ক এলাকা থেকে আসামি মো. ইব্রাহীম ও মো. রাসেল শেখকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পিকআপ ভ্যান ও গাঁজাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপ ভ্যানে চড়ে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় যাচ্ছিলেন।
আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।