কুমিল্লার বাঙ্গরা বাজার থানা-পুলিশের অভিযানে ৩৫ কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩০ জুলাই) বিকেলে বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাঁজা, পিকআপ ভ্যানসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।