শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৭ হাজার প্যাকেট বিদেশি সিগারেট, পিকআপ ভ্যানসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ির মহালছড়ি থানা-পুলিশ।
সোমবার (২৭ নভেম্বর) মহালছড়ি থানাধীন মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. সফিকুল ইসলামের (২৩) বাড়ি খাগড়াছড়ি সদর থানা এলাকায়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৭ হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।