পিকআপ ভ্যানে ৪৬ বোতল ফেনসিডিল পাচারকালে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা-পুলিশ।
রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে দামুড়হুদা থানাধীন কানাইডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. মাসুদ রানার (৪৫) বাড়ি মেহেরপুরের মুজিবনগর থানা এলাকায়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।