সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অবৈধ ভারতীয় পণ্য, পিকআপ ভ্যানসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (২৫ মে) রাতে নগরীর শাহ পরান (রহ.) থানাধীন শিবগঞ্জ সেনপাড়ার একটি বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি রেজুয়ান আহমদের (২৩) সিলেটের জৈন্তাপুর থানা এলাকায়।
এসএমপি ডিবি জানায়, জব্দ করা ভারতীয় পণ্যের আনুমানিক দাম ৬৯ লাখ টাকা। বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।