সিলেটের জকিগঞ্জ থানা-পুলিশের অভিযানে ৫৮ বস্তা ভারতীয় চিনি, পিকআপ ভ্যানসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) ভোরে জকিগঞ্জ থানাধীন বারহাল ইউনিয়নের জকিগঞ্জ-সিলেট সড়কের নিজগ্রাম গেট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন জেলার কানাইঘাট থানা এলাকার মুসলিম উদ্দিন (২২), জসীম উদ্দিন (৩৮) ও আক্তার উদ্দিন (২৪)।
জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সামসুল হক সুমন জানান, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।