পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৬১ বস্তা ভারতীয় চিনি, একটি পিকআপ ভ্যানসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) ভোরের দিকে নগরীর শাহ পরান থানাধীন দাসপাড়া-সংলগ্ন সিলেট-জাফলং মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সিলেট নগরীর শাহ পরান থানা এলাকার মো. লিটন মিয়া (২৮) ও সোহেল মিয়া (২৭) এবং জৈন্তাপুর থানা এলাকার মুসা মিয়া (২১)।

এসএমপি ডিবি জানায়, জব্দ করা চিনির আনুমানিক দাম সাড়ে ৩ লাখ টাকা। শাহ পরান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।