পিকআপ ভ্যানে ২৪ কেজি গাঁজা পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কুমিল্লার কোতোয়ালি থানাধীন আলেখারচর বিশ্বরোড-সংলগ্ন সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন রংপুরের মিঠাপুকুর থানা এলাকার মো. নাজমুল (২৭) এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার মো. হাসেম (৪০)।
ডিবি কুমিল্লা জানায়, আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।