পুলিশি হেফাজতে তিন আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে ৬ হাজার ইয়াবা বড়ি, একটি পিকআপ ভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (২৬ নভেম্বর) নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার হোটেল নিরিবিলির সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. বেলাল, নাসির উদ্দিন জিসান ও মো. জসিম উদ্দিন।

সিএমপি ডিবির (বন্দর-পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।