পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পাবনা সদর থানা এলাকার নাজিরপুর থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. ছানাউল্লাহ (৩৩) ও মো. শাহদৎ হোসেন (৭০)। আসামিদের বাড়ি পাবনা সদর থানা এলাকায়।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।