পাবনার বেড়ায় রিভলবারসহ যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলাকে অস্ত্রমুক্ত করতে ডিবির একটি দল রোববার থানার বনগ্রাম চরপাড়া এলাকার রওশন প্রামাণিকের বাড়ির কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ওই যুবকের নাম মো. পলাশ ওরফে সাগর (৩২)। তাঁর বাড়ি বেড়ার মৈত্রবাধ এলাকায়।
পলাশের কাছ থেকে উদ্ধার করা রিভলবারটি ৬ চেম্বারের। তাঁর নামে বেড়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
এর আগে আসামির নামে অস্ত্র ও ডাকাতির নয়টি মামলা হয়। সেগুলো আদালতে বিচারাধীন।