পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ নভেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম-এর নির্দেশনায় পাবনা শহরের নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাঁর নাম মো. মাহবুবুর রহমান (৫৬), তিনি পাবনার চর আশুতোষপুর গ্রামের বাসিন্দা।
জেলার পুলিশ পাবনার ফেসবুক আইডিতে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারের সময় ওই মাদক কারবারির কাছ থেকে ২৫০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মাদক মামলা হয়েছে।