পাবনায় অটোরিকশা চুরি করার সময় সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে আটঘরিয়া থানাধীন জালালের মোড় উত্তরচক এলাকার মোহাম্মদ কামাল হোসেনের বাড়িতে অটোরিকশা চুরির চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্ৰেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহাগ ও লিটন মিয়া।
পুলিশ সূত্র জানায়, তাঁদের কাছ থেকে একটি গ্রিল কাটার মেশিন ও অটো চার্জারের একটি মাস্টার চাবি জব্দ করা হয়েছে। ওই দুজনের বিরুদ্ধেই পাবনা জেলার বিভিন্ন থানায় সাত-আটটি মামলা রয়েছে।