পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

পাবনার সুজানগরে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় মো. বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (৭ অক্টোবর) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন জানান, রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাচ্চুর বাড়ি সুজানগর থানা এলাকায়।

পুলিশ সুপার জানান, গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে সুজানগর থানাধীন ঋষিপাড়ায় দুর্গামন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করা হয়। এরপর গত ১ অক্টোবর দিবাগত রাতে সুজানগর পৌরসভার পালপাড়া পুরাতন বারোয়ারী মন্দিরে পাঁচটি প্রতিমা ভাঙচুর করা হয়। এ ঘটনায় সুজানগর থানায় মামলা করা হয়। তদন্তের এক পর্যায়ে আসামি বাচ্চুকে শনাক্ত করা হয়। এরপর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে বাচ্চু জানান, হিন্দু ধর্ম এবং পূজা উদযাপনকে আগে থেকেই অপছন্দ করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর পালপাড়ার মন্দিরে প্রতিমা ভাঙচুর করেন। পরে পুলিশি তৎপরতা টের পেয়ে আত্মগোপনে চলে যান তিনি।

পুলিশ সুপার জানান, এরই মধ্যে আসামি বাচ্চু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।