তেল বলে পানি বিক্রি করা এক প্রতারককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলার রাজবাড়ী থানাপুলিশ।
শাহজাহান ওরফে রাজু বেপারী নামে ওই প্রতারক আতিক লিমিটেড নামক একটি এনজিওর কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রামের সহজ সরল নারীদের দশ টাকার বিনিময়ে এনজিওর সদস্য বানিয়ে তাদের মাঝে ১০০ টাকায় ১কেজি সয়াবিন তেল বিক্রি করার প্রলোভন দেখান। সেই প্রলোভনের ফাঁদে পা দেন নারীরা। পাচুরিয়া ইউনিয়নের জগতপুর গ্রামে গত ২২ মার্চ ছয়টি ত্রিশ লিটার গ্যালন কথিত সয়াবিন তেলের নামে পানি বিক্রি করেন শাজাহান।
গতকাল ৮ এপ্রিল প্রতারক শাজাহান আবার রাজবাড়ী থানাধীন আলাদিপুর ইউনিয়ন পরিষদের সামনে একই কায়দায় তেলের নামে পানি বিক্রি করতে আসলে রাশিদা বেগম নামের একজধ ভুক্তভোগী লোকজন নিয়ে এসে তার তেল দেখতে চান। কিন্তু শাহজাহান তার গ্যালনের মুখ খুলতে চান না। এ অবস্থায় এলাকার লোকজন তাকে আটক করে রাখেন। এতে শাহজাহান ভয় পেয়ে দ্রুত জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করেন। খবর পেয়ে রাজবাড়ী থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত প্রতারককে আটক করে এবং তার কাছ থেকে ৭টি ত্রিশ লিটারের প্লাস্টিকের গ্যালন জব্দ করে, যার একটির মধ্যে ৪ লিটার সয়াবিন তেল পাওয়া যায় এবং বাকি ৬টি গ্যালনে পানি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাজাহান প্রতারণার কাজে জড়িত বলে স্বীকার করেন।
তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।