কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা-পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে পাকুন্দিয়া থানাধীন পাঁচলগোটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. রাজিবের (২৫) বাড়ি পাকুন্দিয়া থানা এলাকায়।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী ফয়েজুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।