পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয় সময় সোমবার পুলিশ ভ্যানে এই হামলা হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ।
কাছির সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট (এসএসপি) মাহমুদ নোতেজাই জানান, বোলানের কামব্রি ব্রিজ এলাকায় বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে একে আত্মঘাতী বোমা হামলা মনে হচ্ছে বলেও জানান তিনি। তবে বিস্ফোরণের সঠিক কারণ তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে।
এসএসপি মাহমুদ বলেন, হামলাকারী একটি মোটরবাইকে করে এসে বিস্ফোরণ ঘটায়। এতে ৯ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, হামলার পর একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এ ছাড়া বিস্ফোরণের পর এলাকাটিতে তল্লাশি করা হচ্ছে। সূত্র: আজকের পত্রিকা।
এদিকে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে বেলুচ নৃগোষ্ঠীর গেরিলারা কয়েক দশক ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। বেলুচিস্তানের সমৃদ্ধ গ্যাস ও খনিজসম্পদ শোষণের অভিযোগ এনে এই লড়াইয়ের দাবি তাদের।