পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া।
অনুশীলনে হিপ ইনজুরিতে পড়েছেন মিচেল মার্শ। কেবল প্রথম ম্যাচ নয়, ইনজুরির কারণে পুরো সিরিজও মিস করতে হতে পারে তাঁকে। খবর বাসসের।
মার্শ ইনজুরিতে পড়ায় প্রথম ওয়ানডেতে খেলার সুযোগ পাচ্ছেন ক্যামেরুন গ্রিন। দেশের হয়ে ২০২০ সালের ডিসেম্বরে ১টি ওয়ানডে খেলেছেন তিনি।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল মার্শের। তাঁর অনুপস্থিতি অজিদের অনভিজ্ঞ দলকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল।
অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘আমাদের ধারণা, অনুশীলনেই তিনি হিপ ইনজুরিতে পড়েছেন। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে চোটটা কেমন। কিন্তু আমি মনে করি না, এই সিরিজে তিনি থাকবেন। তাঁর অবস্থা দেখেই এমন মনে হচ্ছে।’
২০১১ সালে অভিষেকের পর ৬৩টি ওয়ানডে খেলছেন মার্শ। দলের টপ-অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বল হাতেও বেশ সাফল্য আছে তাঁর।