রাজবাড়ীর পাংশা থানা-পুলিশের অভিযানে ১৫০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাংশা থানাধীন আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. রফিক শেখ (৩৮) ও মো. রাহিম শেখ (২৭)। তাঁদের বাড়ি কুষ্টিয়ার খোকসা থানা এলাকায়।
পাংশা থানা-পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।