রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার পাংশা থানা এলাকায় রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে মো. আরিফুল ইসলাম (৩৩) নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আরিফুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।