বরিশালের কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা পাঁচ লাখ তিন হাজার মিটার অবৈধ জাল ও আড়াই শ কেজি জাটকা জব্দ এবং এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে।
আজ রোববার ওই ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার এবং ফোর্স নিয়ে মেহেন্দীগঞ্জ থানাধীন মেঘনা ও মেঘনার শাখা নদীতে অভিযান চালিয়ে ওই জাল ও জাটকা জব্দ এবং চারজনকে গ্রেপ্তার করেন।
পরে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং আটক তিনজনের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের মামলা করা হয়। একজনকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।