এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার সদস্যরা।
মঙ্গলবার (২৬ মার্চ) নগরীর হামজারবাগ এলাকা থেকে আসামি মো. আকরামকে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার পরিদর্শক মো. আক্তারুজ্জামান জানান, একটি মামলায় আসামির এক বছরের সাজা এবং ৫ হাজার টাকা জরিমানা হয়েছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।