পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার অভিযানে সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার (২২ জুন) পাঁচলাইশ থানাধীন খতিবের হাট এলাকা থেকে আসামি মো. ইদ্রিছকে গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার এএসআই সোহেল আহমেদ জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।