রাজধানীর পল্লবী এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ। তাঁরা হলেন মোছা. শাহিনুর বেগম ও মোছা. চম্পা বেগম।
গত রোববার (১২ ডিসেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে পল্লবী থানার ১১ নম্বর সেকশন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ ইসলাম পিপিএম (বার) বলেন, দুজন মাদক কারবারি পল্লবী থানার ১১ নম্বর সেকশনের কালশী কবরস্থান বস্তি এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবী থানা-পুলিশ।
ওসি বলেন, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।