রাজধানীর পল্লবী এলাকা থেকে গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা-পুলিশ। পল্লবী থানার ১২ নং সেকশন এলাকায় ২৭ অক্টোবর (বুধবার) রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজ।
গ্রেপ্তারকৃতরা হলো মোসা. বিনা সুন্দরী ও মো. বিজয়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ মো. পারভেজ ইসলাম, পিপিএম (বার) জানান, গোপন সূত্রে খবর পেয়ে ২৭ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে পল্লবী থানা-পুলিশের একটি দল থানার ১২ নং সেকশন এলাকায় অভিযান চালায়। এ সময় বিনা সুন্দরী ও বিজয়কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে।