রাজধানীর পল্লবী এলাকা থেকে ১ হাজার ১৫০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা-পুলিশ।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ১৫ জানুয়ারি রাত পৌনে ১০টার দিকে পল্লবী থানার ১০ নম্বর সেকশন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. আবুল হোসেন ও মো. শাহীনুর রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।