রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের হোতা আব্দুল মালেক (৪৯) ও তার সহযোগী ফখরুল ইসলাম ফারুককে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। খবর বাংলানিউজের।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। জনশক্তি রপ্তানির কোনো বৈধ লাইসেন্স নেই তাদের।
অথচ তারা সৌদি আরবে উচ্চ বেতনে চাকরির প্রলোভনে ভিকটিমদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কখনও ভিকটিমদের সৌদি আরবে পাঠিয়ে জিম্মি করে মুক্তিপণের জন্য অর্থ দাবি করতেন তারা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাব-৩ অধিনায়ক।