ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টল মডেল থানা-পুলিশের অভিযানে ১ হাজার ৫০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানায়, গত রোববার (৬ মার্চ) পল্টল মডেল থানার ফকিরাপুল এলাকা থেকে আসামি মোহাম্মদ রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি জানান, কক্সবাজার থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় তিনি বিক্রি করতেন।
আসামির বিরুদ্ধে পল্টল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।