জব্দ করা ইয়াবা বড়ি। ছবি: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানার সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ডিমএমপি জানায়, বুধবার (১৩ এপ্রিল) আসামি রোকসানা বেগম, মো. মালেক, মো. জসিম উদ্দিন, মো. সুরত আলম ও মো. হানিফকে গ্রেপ্তার করা হয়।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া জানান, গুলিস্তান লিংক রোডে এক মাদক কারবারি অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালিয়ে আসামি রোকসানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২ হাজার ২০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

তিনি বলেন, দিনের আরেক অভিযানে শহীদ নজরুল ইসলাম সরণী কালভার্ট রোড এলাকা থেকে ২ হাজার ৫০০টি ইয়াবা বড়িসহ মালেক ও জসিমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যে দৈনিক বাংলা মোড় এলাকা থেকে ২ হাজার ৫০০টি ইয়াবা বড়িসহ সুরত ও হানিফকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, কক্সবাজার থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

আসামিদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় পৃথক মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।