জব্দ করা গাঁজা। ছবি : ডিএমপি নিউজ

পল্টনে ২৪ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ (ডিবি)।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে পল্টন মডেল থানার বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার আসামিরা হলেন কহিনুর আক্তার শিমু ও মো. রিপন মিয়া।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম বলেন, কিছু ব্যক্তি পল্টন থানার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ২৪ কেজি গাঁজাসহ কহিনুর ও রিপনকে গ্রেপ্তার করা হয়।