রাজধানীর পল্টনে ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা-পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. শাহিদুল ইসলাম ও খাইরুল ইসলাম হাসিব।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন মিয়া বলেন, রোববার (৮ মে) রাত ৮টা ৩০ মিনিটে পল্টন মডেল থানার গুলিস্তান এলাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ২ নম্বর আউট গেটের সামনে কিছু মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য আসে।

সেই তথ্যের সত্যতা যাচাই করে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা বড়িসহ শাহিদুল ও খাইরুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার আসামিরা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাঁদের নামে পল্টন মডেল থানায় মামলা হয়েছে।