রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাননীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সোমবার বিশ্ব পর্যটন দিবস-২০২১ উপলক্ষে দেশব্যাপী বর্ণাঢ্য র আয়োজন করেছে ট্যুরিস্ট পুলিশ। প্রতিবছরের মতো এবারও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। বিশ্ব পর্যটন দিবসে এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’

মাননীয় প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত কুকিং শো এবং ঘোড়ার গাড়ির উদ্বোধন করেন।

বিশ্ব পর্যটন দিবস-২০২১ উপলক্ষে রাজধানীতে ট্যুরিস্ট পুলিশের র‍্যালি।

বিশ্ব পর্যটন দিবস-২০২১ উপলক্ষে ট্যুরিস্ট পুলিশের ব্যানার।

রাজধানীতে আয়োজিত র‍্যালিতে অংশ নেন ট্যুরিস্ট পুলিশের দুই নারী সদস্য।

জেলা প্রশাসনের আয়োজন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সহযোগিতায় কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস-২০২১ উদযাপিত হয়।

ট্যুরিস্ট পুলিশ কুমিল্লা জোনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস-২০২১ উদযাপন।

সিলেটের জাফলংয়ে ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির আয়োজনে এবং ট্যুরিস্ট পুলিশের সহায়তায় বিশ্ব পর্যটন দিবস-২০২১ উদযাপিত হয়।

পটুয়াখালীর কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস-২০২১ উদযাপন।