উৎসবমুখর পরিবেশে রোববার সন্ধ্যায় পর্দা উঠেছে করপোরেট নারী কাবাডি লিগের।
জাতীয় কাবাডি স্টেডিয়ামে ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল*মামুন বিপিএম (বার)-এর সভাপতিত্বে লিগের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও করপোরেট নারী লিগের ভাইস চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক, সদস্যসচিব আরিফ মিহিরসহ ফেডারেশনের অন্য কর্মকর্তাবৃন্দ।
লিগ উদ্বোধন করে প্রতিমন্ত্রী বলেন, করপোরেট লিগ নারী জাতীয় কাবাডি দলের জন্য শক্তিশালী পাইপলাইন হতে পারে। এটা নিয়মিত রাখতে পারলে দেশের কাবাডির ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, মেয়েদের করপোরেট লিগ হওয়ায় কাবাডিতে রীতিমতো উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নারী খেলোয়াড়দের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। আমরা বিশ্বাস করি, করপোরেট লিগ দেশের নারী কাবাডির জাগরণ ঘটাবে। এর সুফল পেতে করপোরেট লিগ নিয়মিত আয়োজন করা জরুরি।
কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) বলেন, ক্রিকেট ও ফুটবলের মেয়েরা ভালো পারিশ্রমিক পাচ্ছে। করপোরেট লিগ হওয়ায় কাবাডির মেয়েরাও আর্থিকভাবে লাভবান হবে। তখন মেয়েরা কাবাডির প্রতিও আগ্রহী হবেন। পর্যাপ্ত খেলোয়াড় পাওয়া গেলে সেখান থেকে অধিকসংখ্যক মেধাবী খুঁজে বের করা সম্ভব হবে। করপোরেট লিগ দেশের নারী কাবাডির জাগরণ ঘটবে।
প্রথম করপোরেট লিগে অংশ নিচ্ছে ৬টি দল। বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বেঙ্গল ওয়ারিয়র্স, আহসান গ্রুপের পৃষ্ঠপোষকতায় মতলব থান্ডার, ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নরসিংদী লিজেন্ডস, ব্রিজ ফার্মার পৃষ্ঠপোষকতায় ঢাকা টুয়েলভ, টেকনো মিডিয়ার পৃষ্ঠপোষকতায় টেকনো মিডিয়া ও নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স।
গতকাল উদ্বোধনী ম্যাচে ঢাকা টুয়েলভ ৩০-২০ পয়েন্টে হারায় মতলব থান্ডারকে।
পারফরম্যান্সের ভিত্তিতে সর্বশেষ জাতীয় দলে খেলা ৬ জনকে আইকন মনোনীত করা হয়েছে।
মতলব থান্ডারের আইকন শারমিন সুলতানা রিমা, বেঙ্গল ওয়ারিয়র্সের আইকন হাফিজা আকতার, নারায়ণঞ্জ গ্ল্যাডিয়েটর্সের আইকন নিশা মনি সরকার, ঢাকা টুয়েলভের আইকন রেখা আকতার, নরসিংদী লিজেন্ডসের আইকন রুপালী আকতার ও টেকনো মিডিয়ার আইকন স্মৃতি আকতার।