কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় সাজা পরোয়ানাভুক্ত আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত ৩ জন, সিআর পরোয়ানাভুক্ত ৫ জন, জিআর সাজা পরোয়ানাভুক্ত ২ জন, সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন ও পূর্বে মামলা থাকা ১ জন।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য এই অভিযান অব্যাহত থাকবে। চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনের মতো ফৌজদারি অপরাধের পাশাপাশি শান্তি বিনষ্ট করা, উগ্রবাদ, সাইবার অপরাধসহ সব ধরনের অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।